নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৯৯ বস্তা ভারতীয় চিনি ও ২টি পিকআপসহ ২ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
গোয়াইনঘাট থানার এস আই মো জাকিরুল ইসলাম সংগীয় ফোর্সসহ টহল ডিউটি করাকালে বুধবার, ৪ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লেংগুরা ইউনিয়নের গোয়াইনঘাট- সারিঘাট সড়কে লেংগুড়া সেতুর পশ্চিমে ২টি ডিআই পিকআপ গাড়িতে তল্লাশি চালিয়ে প্রতিটি ৫০ কেজি ওজনের ৯৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেন।
একই সঙ্গে পিকআপ চালক মো দারা মিয়া (পিতা মৃত আব্দুল বারী, গোয়াইন, গোয়াইনঘাট, সিলেট) ও মো সাহেল আহম্মদকে (পিতা নূরুল আবেদীন, হেমু মাঝেরটুল, জৈন্তাপুর, সিলেট) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দু’জন ও তাদের সহযোগী পলাতক আরও ৪ জনের বিরুদ্ধে এস আই মো জাকিরুল ইসলাম বাদি হয়ে নিয়মিত মামলা রুজু হয়েছে। সূত্র তথ্য বিবরণী
Leave a Reply