নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ ১৪২ বস্তা ভারতীয় চিনি আটক করেছে।
সিলেট জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়, এস আই পিন্টু সরকার সংগীয় ফোর্সসহ রাত্রিকালীন কিলো-১০ ডিউটি পালনকালে শনিবার, ৩০ সেপ্টেম্বর দিনগত রাত সোয়া ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পান্তুমাই এলাকার বরকত উল্লাহর বাড়ির উঠানে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা অবস্থায় প্রতিটি ৫০ কেজি ওজনের ১৪২ বস্তা ভারতীয় চিনি আটক করেন।
তবে কয়েকজন চোরাকারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে।
Leave a Reply