নিজস্ব প্রতিবেদক : প্রায় ৩৭ বছর পর সিলেটের মাটির নিচে আবার জ্বালানি তেলের সন্ধান পাওয়া গেলো। সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হলো বাংলাদেশের সামনে। এই মূল্যবান খনিজ সম্পদ বিদেশ নির্ভরতা কমাবে। এতে সাশ্রয় হবে আমদানি ব্যয়। ফলে দেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আরও বেগবান হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৪ নভেম্বর সিলেটের গোয়াইনঘাট উপজেলার আলীরগাঁও ইউনিয়নের বাঘের সড়ক এলাকায় সিলেট গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর অনুসন্ধান কূপ খনন উদ্বোধন করেন। খনন কাজ শুরুর এক মাসের মধ্যে কূপটির প্রথম স্তরেই মিলে যায় তেলের সন্ধান। অপর ৩টি স্তরে রয়েছে গ্যাস। রবিবার, ১০ ডিসেম্বর সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিষয়টি নিশ্চিত করেন।
পরীক্ষামূলকভাবে কূপটিকে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া গেছে। তবে পুরো মজুদ সম্পর্কে নিশ্চিত হতে ৪-৫ মাস অপেক্ষা করতে হবে। এখান থেকে অন্ততঃ ২০ বছর সুফল মিলবে বলে আশা করা হচ্ছে।
১০ নম্বর কূপে তেল পাওয়ার খবর প্রচারিত হওয়ার পর থেকে এলাকায় আনন্দের বন্যা বইছে। দারুণ খুশি সর্বস্তরের মানুষ; কিন্তু গ্যাস ক্ষেত্র এলাকায় থেকেও এখন পর্যন্ত গ্যাস বঞ্চিত থাকায় খানিকটা ক্ষুব্ধও তারা। তাদের দাবি, তাদেরকে গ্যাস সংযোগ দিতে হবে।
গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো আমিনুল হকও একই দাবি জানালেন।
গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ উপজেলাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জানালেন, তেল-গ্যাস উত্তোলন সূত্রে সংশ্লিষ্ট এলাকায় কর্মসংস্থান সহ নানান সুযোগ সৃষ্টি হয়। এ ক্ষেত্রে এলাকার লোকজনকে অগ্রাধিকার দিতে হবে।
এর আগে ১৯৮৬ সালে সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে ৭ নম্বর কূপে দেশে প্রথম তেলের সন্ধান পাওয়া যায়।
Leave a Reply