নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জেলা পুলিশের তৎপরতায় পর্যটন এলাকা জাফলংয়ে হারিয়ে যাওয়া এক শিশু মায়ের কোল ফিরে পেয়েছে।
সিলেট জেলা পুলিশের তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শনিবার, ১৩ এপ্রিল (৩০ চৈত্র) সকাল ১১টার দিকে জাফলং জিরো পয়েন্টে কয়েকজন পর্যটক ৫ বছর বয়েসী এক শিশুকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে সেই এলাকায় কর্তব্যরত গোয়াইনঘাট থানা পুলিশের নিকট নিয়ে যান।
পরবর্তী সময়ে পুলিশ জাফলং জিরো পয়েন্টেসহ আশেপাশে মাইকিং করতে থাকলে শিশু রাশেদুলের বাবা মনির হোসেন ও মা রাসনা বেগম (নয়াবস্তি, জাফলং, গোয়াইনঘাট, সিলেট) গোয়াইনঘাট থানায় যোগাযোগ করেন।
গোয়াইনঘাট থানা পুলিশ অভিভাবকের নাম-ঠিকানাসহ প্রয়োজনীয় অন্যান্য দিক যাচাই করে সুস্থ অবস্থায় শিশুটিকে বাবা-মার কাছে হস্তান্তর করে।
মনির হোসেন জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সপরিবারে জাফলং জিরো পয়েন্টে বেড়াতে এলে রাশেদুল অসাবধানতাবশতঃ হারিয়ে যায়।
দ্রুত সন্তানকে ফিরে পেতে সাহায্য করায় পুলিশ ও পর্যটকদেরকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
Leave a Reply