সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ মসজিদের মোয়াজ্জিন মাওলানা ইয়াকুব আলীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবিতে সমাবেশ করা হয়েছে।
শনিবার বিকেলে বৃহত্তর গোবিন্দগঞ্জবাসীর উদ্যোগে নতুনবাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রবীণ আইনজীবী আবুল কালামের সভাপতিত্বে ও আশরাফুর রহমান এনামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথি ছিলেন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মহিউদ্দিন, গোবিন্দগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম বকুল ও আব্দুস ছত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক মানিক।
বক্তারা অভিযোগ করেন, ৬ নভেম্বর মোয়াজ্জিন মাওলানা ইয়াকুব আলীকে দুর্বৃত্তরা প্রকাশ্যে হত্যা করে। এ ঘটনায় ৫৩ জনকে আসামি দিয়ে হত্যা মামলা দায়ের হলেও পুলিশ এখন পর্যন্ত প্রকৃত খুনিদের গ্রেফতার করতে পারেনি।
Leave a Reply