সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে ডা মঈন উদ্দীন ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
ছাতক উপজেলার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে ছাতকের কৃতি সন্তান ডা মো মঈন উদ্দীনের নামে প্রতিষ্ঠিত ডা মো মঈন উদ্দীন ট্রাস্টের পক্ষ থেকে এককালীন বৃত্তি (নগদ অর্থ ও সম্মাননা) প্রদান করা হবে।
পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন করায় ট্রাস্ট সেক্রেটারি মো খসরুজ্জামান পরীক্ষা পরিচালনা কমিটির সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক ডা মো মঈন উদ্দীনের সহধর্মিণী ডা রিফাত জাহান, নির্বাহী সদস্য ডা জহির আহমেদ, ডা নূরুল হুদা নাঈম, ডা মাহবুব আলম জীবন, ডা আহমদ নাসিম হাসান লাভলু, ডা তানভীর মোহিত, আবুল ফজল, হাফিজা খাতুন, ছাবিরা খাতুন, মো কামরুল ইসলাম, উপদেষ্টা ডা নুসরাত জাহান ও সালেহ আহমদ। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা ফিরোজ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply