হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার কল্যাণ সমিতির অভিষেক অনুষ্ঠান ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হত দরিদ্র লোকজনের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে দেবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোপলারবাজার কল্যাণ সমিতির সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে ও জুহেদ আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা এম এ মুমিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন, দেবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুম আহমেদ জাবেদ, গোপলারবাজার উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এম এ রকিব, কমরু মিয়া, সাহিদুর রহমান জিতু, গোপলারবাজার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, সদস্য বশির আহমেদ, খছরু আহমেদ সাজু, জুয়েল আহমেদ, ওয়ালিদ আহমেদ, মাহফুজ আহমেদ সাজু, গোপলারবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী হায়দার, জামাল হোসেন ও আবুল হাসান।
Leave a Reply