হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ বার কাউন্সিলে ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবীদের সরাসরি গেজেটের মাধ্যমে তালিকাভুক্ত করার দাবিতে হবিগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে বার কাউন্সিলে ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবীশ আইনজীবীরা এ কর্মসূচি পালন করেন।
পরে ফুয়াদ খানের সভাপতিত্বে ও সুমন আহমেদ বিজয়ের পরিচালনায় এক সভায় বক্তৃতা করেন, শিক্ষানবীশ আইনজীবী ইমরুল আমিন, বাবুল আহমেদ, নাজিম উদ্দীন ও ফাতেমা আক্তার।
বক্তারা বলেন, আইনজীবী তালিকাভুক্ত হওয়ার জন্য দীর্ঘ পরীক্ষা জটের কারণে শিক্ষানবীশ আইনজীবীরা অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন হয়ে পড়েছেন।
Leave a Reply