আল আজাদ : কৃষি শ্রমিক। দিনমজুর। ভাসমান দোকানদার। নানান পেশার শতজন। সবারই পরিবার আছে। আছে স্কুল-কলেজ পড়ুয়া সন্তান। বলতে গেলে সবই আছে; কিন্তু নেই ভূমি। ঘরও ছিলনা। থাকতে হতো অন্যের বাড়িতে। তাও বছরের পর বছর ধরে। এ জন্যে লাঞ্ছনা-গঞ্জনার শেষ ছিলনা। যখন তখন-যেকোন ছুঁতোয় তাড়া খেয়ে স্ত্রী-সন্তানের হাত ধরে পথে নামা। খোলা আকাশের নিচে গন্তব্যহীন পথচলা। নিরন্তর যন্ত্রণায় দগ্ধ হওয়া। অনিশ্চিত জীবন। ভবিষ্যত বংশধরদের প্রশ্নের উত্তর দেওয়ার অক্ষতা কুড়ে কুড়ে খেতো।
শেখের বেটির মানবিকতায় সেই যন্ত্রণা ঘুচে গেলো। হলো নিজের ঘর-নিজের বাড়ি। মাথার উপরে রঙিন টিনের চাল। মিললো ভূমির মালিকানাও। ঠিকানা এখন নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্প-২, গোয়াইনঘাট, সিলেট। গৃহহীন-ভূমিহীন তালিকা থেকে মুছে গেলো নাম-পরিচয়, যেমনি মুছে গেছে দেশে ১২ লাখ পরিবারের। আর মাত্র কয়েকটি মাস এরপর আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলায় ঠিকানাবিহীন কোন বাঙালি থাকবেনা।
জাতির পিতার সুস্পষ্ট ঘোষণা ছিল, বাংলাদেশে কোন মানুষ গৃহহীন-ভূমিহীন থাকবেনা। সেই লক্ষ্যে পরিকল্পনাও গ্রহণ করেছিলেন তিনি; কিন্তু দেশী-বিদেশী শত্রুরা তার সেই স্বপ্ন পূরণ হতে দেয়নি। তাকে হত্যা করে মাঝপথে সবকিছু লণ্ডভণ্ড করে দেয়। এরপর তিন দশকের কৃষ্ণকাল। দেশটা তখন আর বাঙালির ছিলনা। হয়ে উঠেছিল একাত্তর-পঁচাত্তরের ঘাতক ও জঙ্গিগোষ্ঠীর নিরাপদ আবাসভূমি। সেখান থেকে ফিরে আসা ১৪ বছর আগে। আর তখন থেকেই সুনির্দিষ্ট-সুবিন্যস্ত রূপকল্প নিয়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা। লক্ষ্য এবার ২০৪১। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পিতার আজীবনের লালিত স্বপ্ন রূপায়নে গৃহহীন-ভূমিহীন প্রতিটি মানুষকে ঘর দেওয়ার-জমি দেওয়ার দৃপ্ত অঙ্গীকার ঘোষণা করলেন। মহামারি করোনার হিংস্র থাবায় যখন গোটা বিশ্ব বিপর্যস্ত তখন বাংলাদেশ ব্যস্ত গৃহহীন মানুষকে ঘর আর ভূমিহীন মানুষকে জমিসহ ঘর দিতে। পৃথিবী আবারও অবাক বিস্ময়ে দেখলো. বাঙালিরা আরেকটি অসাধ্য সাধন করছে।
প্রধানমন্ত্রী বুধবার, ২২ মার্চ সকালে দেশে তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ে সবধরনের সুযোগ-সুবিধাসহ নির্মিত প্রায় সাড়ে ঊনচল্লিশ হাজার পাকাঘর হস্তান্তর করলেন। এর মধ্যে সিলেটে ঘর পেয়েছে ৬০৬টি পরিবার। সরকার প্রধান গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও আশ্রয়ণ প্রকল্পে ভার্চুয়াল প্লাটফরমে যুক্ত হয়ে একশ পরিবারে নিজের উপহার বুঝিয়ে দেন।
পরে সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রতিটি পরিবারের কাছে দলিলপত্র তুলে দেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা প্রশাসক মো মজিবর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, ডিআইজি অব পুলিশ শাহ মিজান শাফিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ. উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন প্রমুখ।
এর মধ্য দিয়ে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলা গৃহহীন-ভূমিহীন মুক্ত হলো।
প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন, কেউ বাদ পড়ে থাকলে পরবর্তী সময়ে ঘর কিংবা জমিসহ ঘর পাবে।
Leave a Reply