গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর গুলনি চা বাগানে চা শ্রমিকদের হাতে ফতেহপুর ৩য় খণ্ডগ্রামের নূর হোসেনের ছেলে আলী হোসেন নিহত হবার ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে।
আলী হোসেনের ভাই মকবুল হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন। এতে গুলনি চা বাগানের ম্যানেজার আসাদুজ্জামানকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ৩৫/৪০জনকে আসামি করা হয়েছে।
এই মামলার পরিপ্রেক্ষিতে গোয়াইনঘাট থানার দ্বায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়ের নেতৃত্বে সোমবার ভোররাতে গুলনি চা বাগান এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এজহার নামীয় ৪ আসামিকে গ্রেফতার করে। অভিযানে অংশগ্রহণ করেন, থানার সেকেন্ড অফিসার এসআই বদিউজ্জামান, এসআই জুনায়েদ ও এসআই জিয়াউর রহমান সহ ডজন খানেক পুলিশ সদস্য।
শনিবার গুলনি চা বাগানের ভিতরে নিহত আলী হোসেনের ৪টি গরু প্রবেশ করে। গরুগুলো সেখানে বিভিন্ন ধরনের গাছের চারা নষ্ট করায় কর্তৃপক্ষ গরুগুলোকে আটক করে। রবিবার গরুগুলোকে ছেড়ে দেয়ার জন্য আলী হোসেন ও তার বাবা নূর হোসেন বাগান কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন; কিন্তু চা বাগানের সহকারী ম্যানেজার কাজী হামিম গরুগুলো না ছেড়ে আলী হোসেনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে চা বাগান কর্তপক্ষ পাগলা ঘণ্টা বাজয়ে দিলে সকল চা শ্রমিক জড়ো হয়ে আলী হোসেন, তার ভাই মকবুল হোসেন ও বাবা নূর হোসেনের উপর আক্রমণ চালায়। এতে আলী হোসেন মারাত্মক আহত হন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
Leave a Reply