সুনামগঞ্জ প্রতিনিধি : দেশব্যাপী সামাজিক অস্থিরতা ও গুজব সৃষ্টিকারী এবং ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতনের সাথে জড়িতদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করা হয়েছে।
রবিবার দুপুরে এডাব সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।
আরডিএস সুনামগঞ্জ অঞ্চলের নির্বাহী পরিচালক মাজানুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক-সুজনের জেলা পরিচালক নির্মল ভট্টাচার্য্য, জেলা পরিষদ সদস্য ফৌজিআরা শাম্মী ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
বক্তারা বলেন, দেশের স্থিতিশীল পরিবেশ বিনষ্ট করতে একটি কুচক্রিমহল গুজব ছড়িয়ে দেশে ছেলেধরা আতংক সৃষ্টি এবং নারী ও শিশু নির্যাতনের মতো অপকর্মে লিপ্ত হয়েছে।
Leave a Reply