হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে হেযবুত তওহীদ নেতৃবৃন্দ বলেছেন, গুজব ও হুজুগের বিরুদ্ধে জনসচেতনতার বিকল্প নেই।
রবিবার দুপুরে শহরের ২ নম্বর পুল এলাকায় হেজবুত তওহীদ কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, দৈনিক বজ্রশক্তি পত্রিকার সম্পাদক এস এম শামছুল হুদা ও হেযবুত তওহীদের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মামুন।
উল্লেখ্য, প্রথমে হবিগঞ্জ প্রেসক্লাবে মতবিনিময় করার কথা ছিল। পরে স্থান নির্ধারণ করা হয় একটি হোটেলে; কিন্তু দুই জায়গায়ই করতে দেওয়া হয়নি বলে হেযবুত তওহীদ নেতৃবৃন্দ অভিযোগ করেন। তবে কারা বাধা দিয়েছে তা জানাননি।
Leave a Reply