২০২০ সালের নববর্ষে এসেছিল সালমার গাওয়া ‘রঙ্গিলা বাড়ই’ গান, যা ইউটিউবে ব্যাপক সমাদৃত হয়। দেড় কোটির বেশিবার দেখেন দর্শকরা। এবার তারই ধারাবাহিকতায় এলো ‘রঙ্গিলা বাড়ই-২’।
দু’টি গানেই সালমার সহশিল্পী হিসেবে আছেন এইচ পি সোহাগ। গানটির কথা ও সুর দেলোয়ার শাহনেওয়াজের। সংগীত আয়োজন করেছেন জে এস জিসান।
২০২১ সালে সাউন্ড মিউজিক ইউটিব চ্যানেল থেকে অসাধারণ একটি মিউজিক ভিডিও সিলেটের নতুন বিয়ের গান ময়নার বিয়া। গানটি দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। টিকটকেও গানটি ভাইরাল হয়েছে।
১৪ নভেম্বর গানটি বাংলাভিশন টিভির ‘টপ টেক’ অনুষ্ঠানে প্রচারিত হয়। মিউজিক করেছেন জাহিদ বাসার পঙ্কজ। ভিডিও নির্দেশনায় ছিলেন, চলচ্চিত্রে পুরস্কারপ্রাপ্ত পরিচালক হাবিব রহমান। গানটিতে মায়ের চরিত্রে অভিনয় করেছেন, ইত্যাদি অনুষ্ঠানের নানী শবনম পারভীন। বাবা চরিত্রে রয়েছেন, পীরজাদা হারুন। ময়নার বিয়া গানে মডেলিংয়ে ছিলেন, মডেল প্রীতম খান, লিয়ানা লিয়া, ইমতু রাতিশ, রুহি আফরোজ, বিশ্বজিৎ সরকার, সীমান্ত সহ আরো অনেকে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আহমদ খসরু।
এ ব্যাপারে গীতিকার যুক্তরাজ্য প্রবাসী দিলোয়ার শাহনেওয়াজ জানান, ‘আমার জন্মভূমি সিলেটে। দেশের টানে, মাটির টানে সিলেটের আঞ্চলিক ভাষায় ময়নার বিয়া গানটি রচনা করি। আমার বিশ্বাস, গানটি সবশ্রেণির মানুষের ভালবাসা অর্জন করবে।
২০২২ সালের ১ জানুয়ারি মিউজিক স্টেশন চ্যানেলে রঙ্গিলা বাড়ই-৩ গানটি রিলিজ হবে।’
সালমা জানান, ‘প্রথম গানটি বেশ জনপ্রিয় হয়। সে অনুযায়ী তৃতীয় গান করা। গানে আমরা যারা কাজ করেছি প্রায় প্রত্যেকেরই বাড়ি গ্রামে। সে হিসেবে লোকজ সংগীতের প্রতি আমাদের একটা মায়া আছে। আমি শুরু থেকেই মাটির গান করে আসছি। প্রথমটির সাফল্যই আমাদের তৃতীয় গানটি করার প্রেরণা জুগিয়েছে’।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply