সিলেট জেলা ও মহানগর বিএনপি সিলেটে কাল্পনিক ঘটনা সাজিয়ে জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ নিরীহ নেতাকর্মীদের উপর গায়েবি মামলা দায়ের, গ্রেফতার ও হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তারা এই প্রতিবাদ জানানোর পাশাপাশি ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিও জানান।
দলের জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক এই যুক্ত বিবৃতিতে বলেন, কোন উস্কানি ছাড়াই কতিপয় অতিউৎসাহী আওয়ামী পুলিশ জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের বাসায় হামলা চালায় এবং ভাংচুর, গুলি বর্ষণ ও নিরীহ নেতাকর্মীদের গ্রেফতার করে। শুধু তাই নয়, পুলিশ সদস্যরা আবুল কাহের চৌধুরী শামীমের ব্যক্তিগত গাড়িচালক ফরিদ আহমদ ও বাসার বাবুর্চি তানভীরকেও ধরে নিয়ে যায়। পুলিশ নিজেরা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে উল্টো কাল্পনিক ঘটনা সাজিয়ে মামলা দায়ের করেছে। এই ষড়যন্ত্রমূলক মামলায় বিদেশে অবস্থানরত এমনকি রাজধানীতে একটি বিশ্বমানের এনজিওর কনভেনশনে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে পর্যন্ত আসামি করা হয়েছে, যা থেকে স্পষ্ট এটি একটি গায়েবি মামলা। এছাড়াও মহানগরীর বিভিন্ন থানায় বায়বীয় ঘটনা সাজিয়ে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
নেতৃবৃন্দ বলেন, সিলেটের শান্ত পরিবেশকে অস্থিতিশীল করতে কতিপয় অতিউৎসাহী আওয়ামী পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করেছে। এর পরিণতি কারো জন্য শুভ হবেনা। এজন্য সংশ্লিষ্টদের কঠোর মূল্য দিতে হবে। ভুলে গেলে চলবেনা এই সরকার শেষ সরকার নয়। জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে সংশ্লিষ্টদের সকল ষড়যন্ত্রের বিচার নিশ্চিত করা হবে।
তারা অভিযোগ করেন, সরকারের ষড়যন্ত্রমূলক মামলার ফরমায়েসি রায়ে কারান্তরীণ খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্ত করতেই বিএনপির নেতাকর্মীদের উপর-হামলা-মামলা-গ্রেফতার-নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। আর এক্ষেত্রে মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আচরণ করছে সরকারে লাঠিয়াল বাহিনীর ন্যায় কোন ষড়যন্ত্রই জিয়ার সৈনিকদের দমিয়ে রাখতে পারবেনা। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা।
নেতৃবৃন্দ গ্রেফতার নির্যাতন ও হামলা-মামলার পথ পরিহার করে গণতন্ত্রের পথে ফিরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
তারা অবিলম্বে গায়েবী মামলা সমূহ প্রত্যাহার করে খালেদা জিয়া সহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Leave a Reply