বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ গার্মেন্টস ফ্যাক্টরিতে যেভাবে নৈরাজ্য সৃষ্টি করছে, সরাসরি হস্তক্ষেপ করেছে এবং অরাজকতা সৃষ্টি করছে সেসব সস্পর্কে ছাত্রদল ওয়াকিবহাল রয়েছে।
বুধবার, ২ অক্টোবর (১৭ আশ্বিন) বিকেলে হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজে ছাত্রছাত্রীদের এক সমাবেশে তিনি একথা বলেন।
ছাত্রদল সভাপতি বলেন, ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপনে বিদেশী শক্তির মাধ্যমে অপতৎপরতা চালচ্ছে। তারা ও বৈষম্য বিরোধী ছাত্ররা মিলে এ সমস্ত অপতৎপরতা রুখে দিবেন।
এ সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ রিংগন ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।
ছাত্রদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শিক্ষার্থীদেরকে শিক্ষা উপকরণ উপহার দেন ও গাছের চারা রোপণ করেন।