নিজস্ব প্রতিবেদক : গানে কবিতায় সোমবার সিলেটে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে বিকেলে সুরমা রিভার কিপার ও ওয়াটার কিপার বাংলাদেশ যৌথভাবে সুরমা নদীর পাড়ে ঐতিহাসিক চাঁদনীঘাটের সিঁড়িতে ‘গানে কবিতায় নদী’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে। পরিবেশনায় ছিল মৃত্তিকায় মহাকাল।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, জ্যেষ্ঠ সাংবাদিক ইকরামুল কবির, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সচেতন নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান, সাংবাদিক বাপ্পা ঘোষ চৌধুরী, আব্দুল আলিম শাহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম।
এর আগে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক নদীকৃত্য দিবসের কর্মসূচি উদ্বোধন ও সুরমা নদীতে মাছের পোনা অবমুক্ত করেন।
Leave a Reply