নিজস্ব প্রতিবেদক : গাজীপুর থেকে এক কিশোরীকে অপহরণ করে সিলেট এনে ধর্ষণের অভিযোগে র্যাব-৯ একজনকে গ্রেফতার করেছে।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব-৯ উপ অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম এ তথ্য জানান।
র্যাব-৯ সদর দফতরে আহুত সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩১ অক্টোবর গাজীপুরের চান্দুরা চৌরাস্তায় নানির সাথে কেনাকাটার সময় ১০ বছরের এই কিশোরীকে অপহরণ করে দুর্বৃত্তরা সিলেটে এনে ধর্ষণ করে। পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণও চায়।
এ ব্যাপারে ৭ নভেম্বর গাজীপুরের বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মধ্যরাতে সিনিয়র এএসপি সত্যজিত কুমার ঘোষের নেতৃত্বে র্যাব-৯ সদস্যরা সিলেটের দক্ষিণ সুরমার নিশ্চিন্তপুর থেকে কিশোরীকে উদ্ধার এবং তাহের আলী (২০) নামের একজনকে গ্রেফতার করেন। সে অপহণকারী চক্রের সদস্য এবং নিশ্চিন্তপুরের মুজিবুর রহমানের ছেলে।
Leave a Reply