মকিস মনসুর, কার্ডিফ, যুক্তরাজ্য : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের প্রতিবাদে শনিবার, ২১ অক্টোবর দুপুর ১২টায় ব্রিটেনের কার্ডিফ শহরে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
ইউকে কার্ডিফ-প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন ও মুসলিম কাউন্সিল অব ওয়েলসের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিক্ষোভকারীরা কার্ডিফ সিটি হলের সামনে জড়ো হয়ে পরে মিছিল নিয়ে টাউন সেন্টার হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ওয়েলস পার্লামেন্টের সামনে সমাবেশে মিলিত হন।
‘মুক্ত ফিলিস্তিন চাই’, ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ করো’, ‘ফ্রিডম ফর গাজা’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে মিছিল-সমাবেশে বিভিন্ন ধর্ম ও বর্ণের হাজার হাজার নারী-পুরুষ অংশ নেন।
বিক্ষোভ সমাবেশে ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার বেথ উইনটার, কার্ডিফ-প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইনার ম্যাগি মরগান ও কার্ডিফ কাউন্টি কাউন্সিলার আলী আহমদ সহ এসেম্বলি মেম্বার, কাউন্সিলার ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ সহ ফিলিস্তিনের প্রতিধিনিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ইসরাইল একটি অবৈধ রাষ্ট্র। তারা সম্পূর্ণ অন্যায়ভাবে ফিলিস্তিনি মুসলমানদের ওপর ভয়াবহ জুলুম নির্যাতন চালাচ্ছে।
তারা ব্রিটিশ ও ওয়েলস সরকারকে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য এবং পূর্ণ মানবিক সহায়তা পাঠানোর জন্য বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
একইদিন লন্ডনেও বিক্ষোভ সমাবেশ করা হয়। সেন্ট্রাল লন্ডনের পোর্টল্যান্ড স্ট্রিট ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন-বিবিসি অফিসের সামনে থেকে পোর্টল্যান্ড স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট, পিকাডোলি স্কয়ার, হে-মার্কেট, ট্রাফলগার স্কয়ার, হোয়াইট হল, পার্লামেন্ট স্ট্রিট ও প্রধানমন্ত্রীর অফিস ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিভিন্ন ধর্ম ও বর্ণের কমপক্ষে ১ লাখ মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন।
Leave a Reply