ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটের কানাইঘাটের গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদরাসা থেকে ১৯৯০ সালে কামিল উত্তীর্ণ ছাত্রদের গ্রুপ ‘কামিল ৯০’ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সিলেট ক্যান্টনমেন্টের ক্যাফে ১৭ রেস্টুরেন্টের হলরুমে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে এতে অংশ নেন ১৯৯০ সালে উত্তীর্ণ সহপাঠীরা।
গ্রুপের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ মাওলানা বদরুল হোসাইন জানান, দাওরায়ে হাদীস পাস করার দীর্ঘ ৩৩ বছর পর এই প্রথম সহপাঠীদের মিলনমেলা অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠান শেষে গ্রুপটি সচল ও পরিকল্পনা বাস্তবায়নে অধ্যক্ষ মাওলানা বদরুল হোসাইনকে প্রধান সমন্বয়ক করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। অন্য সমন্বয়করা হচ্ছেন জেলা শিক্ষা অফিসার ফজলুর রহমান, উপাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, অধ্যাপক আমিনুল ইসলাম চৌধুরী, প্রধান শিক্ষক মাওলানা আব্দুশ শাকুর, জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা আতাউর রহমান মুহসিন, সরকারি আলিয়া মাদরাসা সিলেটের জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা মামুনুর রশীদ মুর্তজা, বিশিষ্ট শিক্ষানূরাগী ও গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা শরিফ উদ্দিন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply