পয়লা ডিসেম্বর। বিজয়ের মাসের প্রথমদিন। ডিসেম্বর আমাদের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা গৌরবের এ বিজয় অর্জন করি। নয়মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের বিজয় একটি স্বাধীন জাতি হিসাবে আমাদেরকে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করে।
বাংলা ও বাঙালির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় মহান মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল একাত্তরের ২৬ মার্চ। আর শেষ হয় ১৬ ডিসেম্বর। মাঝখানে সময় ছিল নয়টি মাস। এই সময়ে পাকিস্তানি হানাদার সেনারা গোটা বাংলাদেশকে বিশাল এক বধ্যভূমিতে পরিণত করে। কেড়ে নেয় ত্রিশ লাখ প্রাণ। দু’লাখ মা-বোনের ইজ্জত। এমন নৃশংসতা ও পৈশাচিকতার নজির মানুষের ইতিহাসে বিরল। পশ্চিমা জলাদদের এই জঘন্যতম অপকর্মে প্রত্যক্ষভাবে সহযোগিতা করে এদেশে জন্মগ্রহণকারী কিছু নরঘাতক। তবু বাঙালির মুক্তিযুদ্ধকে দমানো যায়নি। যায়নি বিজয়কে ঠেকিয়ে রাখা। বাংলাদেশ ঠিকই বিশ্বের মানচিত্রে নিজের স্থান করে নেয়।
বাংলাদেশের বয়স এখন ৪৯ বছর। আমরা ২০২১ সালে উদযাপন করবো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। এই সুবর্ণজয়ন্তীতে প্রতিষ্ঠা করতে চাই সেই বাংলাদেশ, যার স্বপ্ন বুকে নিয়ে ‘মুক্তির মন্দির সোপান তলে’ জীবন উৎসর্গ করে গেছেন ত্রিশলাখ শহীদ, যে সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে সপরিবারে ঘাতকদের হাতে প্রাণ দিতে হয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ২০৪১ এ বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশ হিসোবে বিশ্বের বুকে প্রতিষ্ঠত করতেই নতুন স্বপ্ন নিয়ে নতুন পথযাত্রা। এই স্বপ্ন সফলে বাঙালির নতুন করে পথচলা শুরু হয়েছে। বিজয়ের মাস ডিসেম্বর সেই পথচলাকে বেগবান করতে প্রেরণা যোগাবে।
Leave a Reply