বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনীতিতে পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেশাজীবীদের মাধ্যমে রাজনীতিবিদদের সঙ্গে জনগণের সেতুবন্ধন তৈরি হয়। বাংলাদেশের ৬৫ ভাগ ভোটার তরুণ। এই তরুণদেরকে রাষ্ট্রকাঠামো মেরামতের ২৭ দফা সম্পর্কে সচেতন করতে হবে। দেশ যে গর্তের মধ্যে পড়েছে তা থেকে উত্তোলনের জন্যই রাষ্ট্রকাঠামো মেরামতের প্রস্তাবনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেছেন, রাষ্ট্রে এখন মানবাধিকার নেই। ভোটাধিকার নেই। কথা বলার স্বাধীনতা নেই। জীবনের নিরাপত্তা নেই। ক্ষমতা আঁকড়ে রাখার জন্য সংবিধানকে দলীয় দলিলে পরিণত করা হয়েছে। ‘ফ্যাসিস্ট’ সরকারের বিদায় হওয়ার পর দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।
সুশাসন নিশ্চিত করার জন্য বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা করা হবে, যেখানে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ থাকবে বলে তিনি জানান।
মঙ্গলবার, ২১ মার্চ বিকেলে সিলেট জেলা বিএনপির উদ্যোগে মহানগরীর দরগাগেইট এলাকায় একটি হোটেলে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা’ শীর্ষক ব্যাখ্যা ও বিশ্লেষণমূলক আলোচনা সভায় আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, সংসদ বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচন করলে নিয়ন্ত্রণ সরকারের হাতেই থাকবে। এই পদ্ধতিতে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবেনা। তাই জাতীয় সংসদ নির্বাচনের তিন মাস পূর্বে সংসদ ভেঙ্গে দেওয়া অপরিহার্য; কিন্তু সংবিধান থেকে এটা বাদ দেওয়া হয়েছে। জনবান্ধব সংবিধান প্রণয়ন করতে হলে সংবিধানে পরিবর্তন আনতে হবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ও খন্দকার আবদুল মুক্তাদির। শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট আশিক উদ্দিন আশুক, প্রফেসর ড সাজেদুল করিম, মহানগর লেবার পার্টির সভাপতি মাহবুবুর রহমান খালেদ, সিলেট পেশাজীবী পরিষদের সভাপতি ডা শামিমুর রহমান, শাবিপ্রবির শিক্ষক প্রফেসর ড শাহ আতিকুল হক, প্রফেসর খালেকুর রহমান, সিকৃবির শিক্ষক প্রফেসর ড মোজাম্মেল হক ও সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সাঈদ আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply