সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ২০১ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মধ্যে নগদ অর্থ ও ১৫ জন কম্পিউটার প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার বিকেলে হাছন রাজা অডিটোরিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও জামিল আহমদ জুয়েলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক সাবিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জর্জেচ মিঞা, পুলিশ সুপার বরকতুল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান।
এবার এসএসসি উত্তীর্ণদের ৪ হাজার টাকা করে এবং এইচএসসি উত্তীর্ণদের ৫ হাজার টাকা করে দেয়া হয়।
Leave a Reply