সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়নে গরিব অ্যান্ড ইয়াতিম ট্রাস্ট ফান্ড ইউকের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে ইউনিয়নের কুনিরচকে মাওলানা নাঈম উদ্দিনের বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ। বিশেষ অতিথি ছিলেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ, ইউনিয়ন পরিষদ সদস্য আলী আহমদ জাকেল ও সাবেক সদস্য তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের সিলেট প্রতিনিধি মাওলানা নাঈম উদ্দিন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম এ আজিজ, মুরব্বি ইসলাম উদ্দিন, ব্যবসায়ী সাইফুল আলম, ছাইফ উদ্দিন জামিল প্রমুখ।
Leave a Reply