নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরবাসী গভীর উৎকণ্ঠায় একটি রাত পার করলেন। এই উৎকণ্ঠার কারণ ছিল আগের দিনের কয়েকদফা ভূকম্পন। অবশ্য কোন কোন গণমাধ্যম কম্পনের সংখ্যা আরো বেশি বলে দাবি করেছে। কারো হিসেবে ৫ বার, কারো কারো হিসেবে ৭ বার। কারোর হিসেবে ৯ বার। তবে আবহাওয়া বিভাগ ৪ বার বলেই নিশ্চিত করেছে।
এই ভূকম্পন আসলে ভূমিকম্প না তেল আহরণকারী কোন প্রতিষ্ঠানের অনুসন্ধানের ফল এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আরেক ধরনের কম্পন চলছে।
শনিবার প্রথম ভূকম্পন অনুভূত হয় সকাল ১০টা ৩৬ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩। এরপর সকাল ১০টা ৫১ মিনিটে ৪ দশমিক ১, সকাল ১১টা ৩০ মিনিটে ২ দশমিক ৮ ও দুপুর ১টা ৫৮ মিনিটে ৪ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। ফলে জনমনে আতংক ছড়িয়ে পড়ে।
বিশেষজ্ঞদের মতে, এ ধরনের লাগাতার ভূকম্পন বড় ভূমিকম্পের পূর্বাভাস। তাই পরবর্তী ২৪ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ কারণেই এ উৎকণ্ঠা। ফলে অনেকে রাতে ঘুমোতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব উদ্যোক্তা ও রাজনীতিক মাহফুজ চৌধুরী জয় লিখেন, ‘বাসায় সবাই সবার মুখের দিকে তাকিয়ে বসে আছি, ঘুমাতে যাবার সাহস পাচ্ছিনা আমরা, ইয়া আল্লাহ এতো ভয় জীবনেও পাই নাই, আমাদের রক্ষা করুন।’ এছাড়া অনেকে আতংকে নগর ছেড়ে নিরাপদ ভেবে গ্রামে চলে গেছেন।
অন্যদিকে পরপর মৃদু ভূকম্পনের উল্টোদিক আছে বলেও কেউ কেউ মতামত প্রকাশ করেছেন। অ্যাডভোকেট ইব্রাহিম আলী নিজের টাইমলাইনে ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞ মতামত হিসেবে মোস্তফা কামাল পাশার একটি মন্তব্য তুলে ধরেছেন। এতে বলা হয়েছে : আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আর কোন ভূমিকম্প না হয় (সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না) তবে পুরো বাংলাদেশের মানুষ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলতে পরে। কারণ এই ভূমিকম্পের মাধ্যমে ডাউকি ফল্টে ১৮৯৭ সালের পর থেকে জমা হওয়া শক্তির কিছু অংশ আজ ক্ষয় হয়ে গেলো।
হিমালয় অঞ্চলের ভূমিকম্প সম্বন্ধে বিশ্বের সবচেয়ে নামকরা ভূমিকম্প বিশেষজ্ঞ রজার বিলহ্যামের মতে, সিলেটের পাশে মেঘালয়ের ডাউকি ফল্টে ৮ মাত্রার অধিক ভূমিকম্প হওয়াটা শুধু সময়ের ব্যাপার।
বিশ্ববিখ্যাত নেচার বৈজ্ঞানিক প্রবন্ধে প্রকাশিত গবেষণা প্রবন্ধে উল্লেখ করেছেন, যদি একটি মাত্র বড় ভূমিকম্পের মাধ্যমে জমা হওয়া সকল সঞ্চিত শক্তি ছেড়ে দেয় তবে তার ফলাফল হবে অকল্পনীয়। আরও নির্দিষ্ট করে বললে বলতে হয় ঢাকা ও সিলেট শহরের অবস্থা হবে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার পরে যে ধ্বংসযজ্ঞ সাধিত হয়েছিল সেই একই মানের; কিন্তু যদি ছোট-ছোট ভূমিকম্পের মধ্যমে জমা হওয়া শক্তি ক্ষয় হয় তবে তা হবে বাংলাদেশের মানুষের জন্য আশীর্বাদ।
বিপরীত ক্রমে এই ছোট-ছোট ভূমিকম্প যদি পুরো ডাউকি ফল্টকে অস্থিতিশীল করে দেয় তবে সিলেট কিংবা পুরো বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অকল্পনীয়।
তাই আগামী ১ সপ্তাহ বিশেষ করে আগামী ২৪ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। সবাই প্রার্থনা করুন এই ছোট-ছোট ভূমিকম্পগুলোই যেন শেষ ভূমিকম্প হয় আজ ও এই সপ্তাহে।
Leave a Reply