নিজস্ব প্রতিবেদক : গুজব, ছেলেধরা ও গণপিটুনি সম্পর্কে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিলেট মহানগর পুলিশ শোভাযাত্রা করেছে।
রবিবার সকালে মহানগরীর রিকাবীবাজারে পুলিশ লাইনস থেকে শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এতে নেতৃত্ব দেন, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। অংশ নেন, অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ, উপ কমিশনার কামরুল আমিন, ফয়সল মাহমুদ, আজবাহার আলী শেখ, সোহেল রেজা ও অতিরিক্ত উপ কমিশনার জেদান আল মূসা সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শোভাযাত্রটি পুনরায় সিলেট পুলিশ লাইনসে গিয়ে শেষ হয়।
Leave a Reply