নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনে নিজেদের লোক বসিয়ে আওয়ামী লীগ আবারো অবৈধভাবে ক্ষমতায় যেতে চাইছে।
সোমবার দুপুরে সিলেট মহানগরীর শহীদ সুলেমান হলে মহানগর বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা তিনি একথা বলেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় যাবার প্রক্রিয়া পাকাপোক্ত করতে বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করছে। করছে গুম ও খুন। জনবিচ্ছিন্ন হয়ে আইনশৃঙ্খলা বাহিনীকেও ব্যবহার করছে।
তিনি অভিযোগ করেন, গণমাধ্যমের গলা টিপে ধরা হয়েছে। গণমাধ্যমে খালেদা জিয়ার বক্তব্য প্রচার করতে দেয়া হচ্ছেনা।
কর্মী সমাবশে সভাপতিত্ব করেন দলের মহানগর সভাপতি নাসিম হোসেইন। আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, খন্দকার আব্দুল মোক্তাদির, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম প্রমুখ।
Leave a Reply