মাধবপুর প্রতিনিধি : দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে অসাম্প্রদায়িক মনোভাব নিয়ে কাজ করতে হবে। দেশ গড়তে হবে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। অনেকে বলে থাকেন, সংবাদমাধ্যম এখন ঝুঁকির মধ্যে আছে। আসলে তা নয়। ঝুঁকির মধ্যে আছে প্রিন্ট ভার্সন। তাই গণমাধ্যমের ধরনটা বদলাতে হবে।
বুধবার দুপুরে মাধবপুর প্রেসক্লাব আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন।
সমকালের মাধবপুর প্রতিনিধি আইয়ুব খানের সঞ্চলনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, শংকর পাল সুমন, আলাউদ্দিন আল রনি, মহিউদ্দিন আহাম্মেদ, কে এম সামসুল হক, সানাউল হক শামীম, আবুল হোসেন সবুজ, অলিদ মিয়া, বিল্লাল হোসেন খান, রাজীব দেব রায় রাজু, মিজানুর রহমান, হীরেশ ভট্টাচার্য, সাব্বির হাসান, জামাল আবু নাছের, ফরাশ উদ্দিন পিন্টু, বিপ্লব আচার্যী, আলমগীর কবির, একরামুল আলম লেবু, সুব্রত দেব ও বিকাশ বীর।
Leave a Reply