দিরাই থেকে সংবাদদাতা : জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত বলেছেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে উন্নতি হয়েছে সংবাদ মাধ্যমেরও। তবে গণমাধ্যমের চেহারা অনেকটা বদলে গেছে।
তিনি আরও বলেছেন, এখন প্রত্যেকেই একজন মাল্টিমিডিয়া কর্মী। কারণ হাতে মোবাইল ফোন থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সবকিছু তুলে ধরতে পারছেন; কিন্তু নিয়ন্ত্রণহীনভাবে তা পরিচালনা করায় নানা ধরনের সমস্যাও হচ্ছে।
বাংলাদেশে উল্লেখযোগ্য যে চারটি সাম্প্রদায়িক সহিংসতা হয়েছে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারের কারণে বলেই শ্যামল দত্ত উল্লেখ করেন।
শুক্রবার, ১৫ সেপ্টেম্বর বিকেলে দিরাই প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
শ্যামল দত্ত সুনামগঞ্জকে রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতার উর্বর ভূমি উল্লেখ করে বলেন, যেখানে বাংলাদেশের প্রথম পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদ, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন চৌধুরী, বরেণ্য সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, হাছান রাজা ও রাধারমন দত্তের জন্ম হয়েছে সেই এলাকা অবহেলিত থাকতে পারেনা।
দিরাই উপজেলা গণমিলনায়তনে দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরী, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার প্রতিষ্ঠাকালীন ও সাবেক সভাপতি আল আজাদ, সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, দৈনিক যুগান্তরের প্রতিবেদক নেসারুল হক খোকন, দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, জ্যেষ্ঠ সাংবাদিক খালেদ আহমদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্মসাধারণ সম্পাদক রুদ্র মিজান, সাংবাদিক সিদ্দিকুর রহমান, সমাজসেবী প্রদ্যুত কুমার তালুকদার ও বাসসের সুনামগঞ্জ প্রতিনিধি আল হেলাল।এছাড়ও বক্তব্য রাখেন দিরাই প্রেসক্লাবের সহসভাপতি সোয়েব হাসান ও সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জোসেফ।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ঢাকা, সিলেট, সুনামগঞ্জ ও দিরাই শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন।
Leave a Reply