হবিগঞ্জ প্রতিনিধি : চলমান লকডাউন পরিস্থিতিতে গণপরিবহন চালুর দাবিতে হবিগঞ্জে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এর আগে হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে করা হয় মানববন্ধন। এতে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং জেলা ট্রাক ও ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, গণপরিবহন বন্ধ থাকায় জনদুর্ভোগের পাশাপাশি পরিবহন মালিক-শ্রমিকরা বড়ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
Leave a Reply