নিজস্ব প্রতিবেদক : ২১ দফা দাবি আদায়ে বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ শুক্রবার বিকেলে জনসভা করেছে।
সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আব্দুল খালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীরের পরিচালনায় এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, মুক্তিযুদ্ধে প্রবাসী সংগঠক আব্দুল গফুর খালিসাদার, আব্দুল কাইয়ুম, ডা হাবিবুর রহমান, সাংবাদিক এম এ হান্নান, সাবেক সিটি কাউন্সিলর জেবুন নাহার শিরিন, অ্যাডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, আলতাফ হোসেন লস্কর, অ্যাডভোকেট মামুন রশিদ, সৈয়দ নজরুল ইসলাম চুনু, শিহাব খান, নেছারুল হক চৌধুরী, দেওয়ান মতিউর রহমান খান, ডা এ এম সিহাব উদ্দিন, আবুল কাশেম, খোকন তাফাদার, ইকবাল হোসেন আফাজ, ক্ষমা রাণী দে, আনিছ আশরাফ, সৈয়দ হুরুজ্জামান, লুৎফুর রহমান চৌধুরী, মোশাহিদ খান, স্বপ্না বেগম, রাজু আহমদ, জাকারিয়া আহমদ মুমিন, আব্দুল মুমিন লাহিন, মুহিবুল ইসলাম ফটিক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের ২১ দফা দাবি বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা রাজপথে আছেন রাজপথেই থাকবেন।
দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সিলেট মেডিকেল ও ইসলামী বিশ্ববিদ্যালয় স্থাপন, শমসেরনগর বিমানবন্দর চালু, প্রবাসীদের জন্য একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা, প্রবাসীদের প্রেরিত অর্থের ২৫% বৃহত্তর সিলেটের উন্নয়নে ব্যয়, সিলেটে বৃটিশ ইমেগ্রেশন অফিস খোলা ইত্যাদি।
Leave a Reply