গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক দাবি আদায়ে আমরা জৈন্তাপুর উপজেলাবাসীর সাথে ঐক্যবদ্ধ রয়েছি-ভবিষ্যতেও থাকবো। ভৌগলিক ও ঐতিহাসিক দিক থেকে জৈন্তাপুর উপজেলার অন্যান্য ইউনিয়নের সাথে চারিকাটা ইউনিয়ন জেলা পরিষদ ওয়ার্ডের সীমানাভুক্ত না থাকলে এ ইউনিয়নের স্বার্থ ও ঐতিহ্য রক্ষা করা সম্ভব হবে না।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে জৈন্তাপুর উপজেলাবাসীর পক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
সিলেট জেলা পরিষদ নির্বাচনে চারিকাটা ইউনিয়নকে ১৫নং ওয়ার্ড থেকে প্রত্যাহার করে জৈন্তাপুর উপজেলার অন্যান্য ইউনিয়ন নিয়ে গঠিত ৪নং ওয়ার্ডে যুক্ত করার দাতিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো শাহ আলম চৌধুরী তোফায়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন জৈন্তপুর উপজেলা চেয়ারম্যান জায়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুর এলাহি সম্রাট, মো বাহারল আলম বাহার, আমিনুর রশিদ, আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী, কামাল আহমদ, সুলতান করিম, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, জালাল আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, সাবেক সভাপতি মঞ্জুর আহমদ, ছাত্রনেতা জয়নুল হক, এইচ কে আফতার, খায়রুল আমিন, দেলোয়ার হোসেন প্রমুখ।
Leave a Reply