নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির আলোচনা সভায় দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন বেগবান করার উপর গুরুত্ব আরোপ করে নেতাকর্মীদেরকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর দরগা গেটে কেমুসাসের শহীদ সোলেমান হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক। জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ সহ সভাপতি আব্দুল কাহির চৌধুরী, সহ সভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসান পাটওয়ারী রিপন ও দফতর সম্পাদক অ্যাডভোকেট ফখরুল হক।
Leave a Reply