সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদের যাঁতাকলে নিষ্পেষিত গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। দেশে আর কোন পাতানো নির্বাচন হতে দেওয়া হবেনা। গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গোটা জাতি ঐক্যবদ্ধ। বিজয় ছাড়া দেশপ্রেমিক জনতার চলমান আন্দোলন থামবেনা।
শনিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়ন বিএনপি আয়োজিত পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্য ও কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া ও কারান্তরীণ দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আয়োজিত পদযাত্রায় কামালবাজার ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি গোলজার আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন ও সুমন আহমদ বিপ্লবের যৌথ পরিচালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বশির মিয়া, জেলা বিএনপি’র সাবেক সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এনামুল হক মাক্কু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক মুহিবুর রহমান, মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপি নেতা নাসির উদ্দিন, উপজেলা বিএনপির মৎস্য সম্পাদক আব্দুল বাছিত প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply