সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, দেশ ও জাতি চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে। ‘অবৈধ’ আওয়ামী বাকশালী সরকার গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে অবৈধভাবে পুনরায় ক্ষমতা দখলের পায়তারা করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসন প্রতিষ্ঠার বৃহত্তর স্বার্থে শহীদ জিয়ার সৈনিকদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
শনিবার দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও সদস্যপদ নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তফজ্জুল হোসেনের সভাপতিতে এবং ছাত্রদল নেতা কায়েদ আহমদ ও সৈয়দ মাহতাব আহমদের যৌথ পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি শাহাব উদ্দিন, সহ সভাপতি এম এ শহিদ পংকী, জিল্লুর রহমান সোয়েব, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ ও যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইদ্রিস আলী তুরন, তামজিদ আলী, আব্দুল হাই মাসুক, জিয়াউর রহমান গৌছ, ইউসুফ আলী, আব্দুল করিম তখই, আতাউল গনি বাবুল, বদরুল ইসলাম জয়দু প্রমুখ।
Leave a Reply