বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, দেশ ও জাতির চরম ক্রান্তিকাল চলছে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের ফ্যাসিবাদী শাসন পাকাপোক্ত করতে জুলুম চালাচ্ছে জনগণের উপর। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশে আইনের শাসন বলে কিছু নেই। সর্বত্র চলছে খুন, হত্যা, ধর্ষণ ও লুঠপাটের মহোৎসব। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশে কোন সরকার নেই।
তিনি আরো বলেছেন, সরকার গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে জামিন না দিয়ে ক্রমাগত মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এ জন্যে আওয়ামী-বাকশালীদেরকে চরম মূল্য দিতে হবে।
মোহাম্মদ শাহজাহান বলেন, খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাথা। অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে প্রথমে তাকে মুক্ত করতে হবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শনিবার সিলেট মহানগরীর রেজিস্টারি মাঠে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ হক, ড মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
Leave a Reply