হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীতে ৮ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে একটি সেতু নির্মিত হচ্ছে।
হবিগঞ্জ-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট আবু জাহির শুক্রবার বিকেলে এর নির্মাণ কাজ উদ্বোধন করেন।
এ উপলক্ষে এলাকায় উৎসবের আমেজ জেগে উঠে। এলাকাবাসীর উদ্যোগে সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ অ্যাডভোকেট আবু জাহির বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জবাসীকে যা দিয়েছেন, তা অতীতের কোন সরকার দেয়নি। এই উন্নয়নধারা অব্যাহত থাকবে।
সুধী সমাবেশে আরো বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল বাছির, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন ও গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হোসেন।
এই সেতু নির্মিত হলে সদর উপজেলার পূর্ব ভাদৈ, ছয় ঘরিয়া, আসামপাড়া, গড়েরহাটি, পইল, দক্ষিণ পইল, পাঁচপাড়িয়া, পাইকপাড়া, আটঘরিয়া, অছিপুর, পূর্ব পইল, আউশপাড়া, শিয়ালদাড়িয়া ও পশ্চিমগাঁও সহ প্রায় ৩০টি গ্রামের লাখো মানুষের দুর্ভোগের অবসান হবে।
Leave a Reply