সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
শুক্রবার বিকেলে টেকনিক্যাল মাঠে খোজারখলা আদর্শ সমাজকল্যাণ সংঘের সভাপতি আকমল আলী মালাইর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মেহরাজ হোসেন রাজুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ ও সুজন আহমদ। স্বাগত বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের ক্রীড়া সম্পাদক শরীফ উদ্দিন মুন্না শাহ। আরও বক্তব্য রাখেন সহ সভাপতি বদরুল আলম রিপন, সাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ রুহেল, সমাজসেবা সম্পাদক খোকন আহমদ, সহ সমাজসেবা সম্পাদক রিয়াদ শাহ, প্রচার সম্পাদক জাকির হোসেন, সহ ক্রীড়া সম্পাদক আশরাফুর রহমান, নির্বাহী সদস্য সাগর আহমদ প্রমুখ।
উদ্বোধনী খেলা ব্রাজিল হলুদ দল ও ইতালি লাল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। রেফারির দায়িত্ব পালন করেন শামীম আহমদ। সহকারী ছিলেন আফজল ও মুন্না। ধারাভাষ্যকার ছিলেন কামরান হোসেন।
Leave a Reply