বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার অর্থায়নে কেন্দ্রীয় মজলিসের উদ্যোগে সিলেট মহানগরীর বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান উপলক্ষে এক আলোচনা সভা ও অর্থ বিতরণ অনুষ্ঠান সোমবার বাদ মাগরিব অনুষ্ঠিত হয়।
সংগঠনের মহানগর সভাপতি গাজী মাওলানা রহমত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এমরান আলমের পরিচালনায় লালদিঘিরপাড় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জামেয়া মাদানিয়া কাজিরবাজার সিলেটের প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা ও জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর সহসভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, হাফিজ মাওলানা হারুন রশীদ, এম আর রশীদ, ক্বারী মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা সাইদুর রহমান, জেলা সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আতিকুর রহমান, মহানগর সহসাধারণ সম্পাদক ডা মোস্তফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার ও হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন ও হাফিজ কয়েছ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা রেজাউল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, মাওলানা ফয়জুন নূর, ক্বারী মাওলানা আবুল হোসেন, মাওলানা আব্দুল মালিক, হাফিজ ফয়েজ আহমদ, মাওলানা শামসুল ইসলাম, হাফিজ সাইফুল ইসলাম, ক্বারী মিসবাউল হক, মো সিকন্দর আলী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মুহাইমিন, ক্বারী আনোয়ারুল হক, মাওলানা বেলাল আহমদ, মো আবুল কাশেম, মাওলানা হিজবুল্লাহ রাফী, সাইফুল ইসলাম, তাজুল ইসলাম, সুলতান আহমদ, আব্দুল বাছিত, সাদ্দাম হোসেন প্রমুখ।
প্রধান অতিথি ঢাকায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আগামী ১১ জুন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশন সফল করে তোলার আহবান জানান।
তিনি দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হক সহ আলেম-উলামা ও নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি কামনা করেন।
এর আগে দুপুরে মাওলানা জালালুদ্দীন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার টুকুরবাজারে বন্যার্তদের নগদ অর্থ সহয়তা প্রদান করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply