ক্রীড়া প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী, সিলেট-১ আসনের সংসদ সদস্য ড এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তাই খেলাধুলাসহ সকল ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ’নৌকা’য় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে হবে।
শুক্রবার, ১ ডিসেম্বর বিকেলে মহানগরীর মাছিমপুরে আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মাহা-বাংলাদেশ আন্তঃমনিপুরী ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির পুরস্কার বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড এ কে আব্দুল মোমেন বলেন, দেশের কল্যাণে মণিপুরীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
মনিপুরীদের উন্নয়নে সরকারের সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
পররাষ্ট্র মন্ত্রী জানান, সিলেট মহানগরীতে আরও ৪টি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। ইতোমধ্যে ২টির জন্যে জায়গা পাওয়া গেছে এবং প্রকল্পও অনুমোদিত হয়ে গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, বিপিকেপি যুক্তরাজ্য শাখার আইন সম্পাদক নীলমনি সিংহ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক উপ তথ্য ও প্রযুক্তি সম্পাদক বিনয় ব্যানার্জি। বাংলাদেশ মণিপুরী স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি অজয় সিংহের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি রাজীব সিংহ । অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, পররাষ্ট্র মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল হান্নান ও সিসিক মেয়রের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর।
বাংলাদেশ মণিপুরী স্পোর্টস এসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কমপ্রত্যাশা নহারোল ক্লাব ভানুগাছ টাইব্রেকারে পাথারিয়া এক্সপ্রেস বড়লেখাকে ৪-১ পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নুংশি থৈবা। সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন নিরোদ শর্মা। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।
Leave a Reply