নিজস্ব প্রতিনিধি : খুব শিগগির দেশে জ্বালানি তেলের দাম কমছে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন।
তিনি বলেছেন, এ সংক্রান্ত সিদ্ধান্তটি সরকারের অনুমতি পেলেই বাস্তবায়ন করা হবে।
শুক্রবার বিকেলে সিলেটের কৈলাশটিলা গ্যাস ফিল্ডে দেশের একমাত্র তেল ও এলপিজির কাঁচামাল এনজিএল উৎপাদনকারী এমএসটি প্ল্যান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে প্রতিমন্ত্রী সিলেট গ্যাস ফিল্ডসের অধীনে থাকা ৪টি গ্যাস ফিল্ডের উৎপাদন ও সম্ভাবনার বিষয়ে কর্মকর্তাদের সাথে আলোচনা করেন।
Leave a Reply