পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, সিলেটের স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত করার পরিকল্পনা সরকারের রয়েছে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপর চাপ কমাতে খুব শিগগির নির্ধারিত স্থানেই আড়াই শ শয্যাবিশিষ্ট সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ শুরু হবে।
শনিবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক কোবাল্ট ৬০ সিটি স্ক্যানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী একই সময় ওসমানী কলেজ হাসপাতাল আনসার ক্যাম্পেরও উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী, স্বাস্থ্য পরিচালক দেবপদ রায়, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান, ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ময়নুল হক, বিএমএর সভাপতি ডা রুকন উদ্দিন আহমদ, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা নাসিম আহমদ, নার্সিং অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।
Leave a Reply