মৌলভীবাজার প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চক্রান্তের জাল ছড়িয়ে যাচ্ছে। পানি ঘোলা করে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। খালেদা জিয়া রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের নামে বিশৃঙ্খলার পায়তারা করছেন।
শনিবার সকালে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এর আগে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ওবায়দুল কাদের সম্মেলন উদ্বোধন করেন।
এগারো বছর পর আয়োজিত জেলা আওয়ামী লীগের সম্মেলন জনসমুদ্রে পরিণত হয়। দলের জেলা সভাপতি সংসদ সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নেছার আহমদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও অধ্যাপক মো রফিকুর রহমান। এছাড়াও জাতীয় সংসদের হুইপ সাহাবুদ্দিন আহমদ ও সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন সহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনে সভাপতি পদে নেছার আহমদ, সাধারণ সম্পাদক পদে মিছবাহুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট রাধাপদ দেব সজল নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সহ সভাপতি নির্বাচিত হয়েছেন, মুহিবুর রহমান তরফদার, সাহাব উদ্দিন আহমদ, আজমল হোসেন, ভূপতি রঞ্জন চৌধুরী ও মসুদ আহমদ।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন, মো ফজলুর রহমান, সৈয়দ নওশের আলী খোকন ও কামাল হোসেন।
জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন মো ফিরোজ।
অন্যান্য পদগুলো পরবর্তী সময়ে পূরণ করা হবে।
Leave a Reply