নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচন হবে আর সেই নির্বাচনে যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ ও আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যাকারীদের কোন সুযোগ নিতে দেয়া হবেনা।
শনিবার দুপুরে সিলেট সার্কিট হাউসে জাসদের বিভাগীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে খালেদা জিয়া জ্বালাও পোড়াও, পুড়িয়ে মানুষ হত্যা ও সন্ত্রাসের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, জঙ্গি ও সন্ত্রাসীরা গণতন্ত্র ও রাজনীতি থেকে বাদ গেলে গণতন্ত্র দুর্বল হয়না বরং গণতন্ত্র শক্তিশালী হয়।
তথ্যমন্ত্রী জানান, যথাসময়েই খালেদা জিয়ার বিচার শেষ হবে।
Leave a Reply