নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশের মাটিতে হোক আর বিদেশের মাটিতে হোক কোন আদালত কি বললো সেটা বড় কথা নয়, বড় কথা হলো, দেশবাসী দেখেছে, খালেদা জিয়া আগুন সন্ত্রাসে নেতৃত্ব দিয়েছেন, অসংখ্য মানুষকে পুড়িয়ে মেরেছেন এবং তার নামে অসংখ্য মানুষ হত্যা ও মানুষ পোড়ানোর মামলা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেটে বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, কানাডার আদালত বললো বলেই নয়, বাংলাদেশের জনগণের আদালতে প্রমাণিত হয়েছে, বিএনপি ও খালেদা জিয়া আগুন সন্ত্রাসী, জঙ্গী নেত্রী এবং রাজাকার ও যুদ্ধাপরাধীদের প্রধান সঙ্গী। তাই বিএনপি ও খালেদা জিয়াকেই প্রমাণ করতে হবে তারা সন্ত্রাস করেনি।
বিএনপি নিজের কর্মকাণ্ডেই ফেঁসে গেছে বলে হাসানুল হক ইনু মন্তব্য করেন।
Leave a Reply