সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুক্তরাজ্য গ্রেটার ম্যানচেস্টার টেইমসাইট শাখা বিএনপি দোয়া মাহফিল করেছে।
বৃহস্পতিবার বিকেলে টেইমসাইটের একটি মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়িচালক আনসার আলীর সন্ধান, করোনা মহামারি থেকে মুক্তি এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠন ছাড়াও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রেটার ম্যানচেস্টার টেইমসাইট শাখা বিএনপির আহ্বায়ক বদরুল আলম, সদস্য সচিব সিবগাত আলী খান আফজাল, যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিম, আব্দুল ওয়াদুদ, বিএনপি নেতা আব্দুল আজিজ ও দিলদার আহমদ।
Leave a Reply