হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল মামলায় সাজার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তবে পুলিশের বাধার কারণে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়কে যেতে পারেনি বলে নেতাকর্মীরা অভিযোগ করেছেন।
মঙ্গলবার দুপুরে শায়েস্তানগর বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে প্রধান সড়কে উঠার সময় পুলিশি বাধায় পড়ে। এ সময় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাক-বিতণ্ডা হয়।
এক পর্যায়ে পুলিশের বাধার মুখেই তাৎক্ষণিক এক পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান ও যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ।
Leave a Reply