নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বুধবার মানববন্ধন করা হয়েছে।
সিলেটে দুপুরে জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কর্মসূচি পালন করা হয় কেন্দ্রীয় শহিদমিনারে। এতে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ সহ অন্যান্য নেতা।
বক্তারা অভিযোগ করেন, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।
সুনামগঞ্জ প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুনামগঞ্জে বিএনপি মানববন্ধন করেছে।
সকালে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, সেলিম উদ্দিন, আকবর আলী ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নূরুল।
মানববন্ধনে বক্তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
হবিগঞ্জ প্রতিনিধি : খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপিও মানববন্ধন করেছে।
সকালে শহরের শায়েস্তানগর এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক পৌর মেয়র জি কে গউছ, জেলা সহ সভাপতি মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াছ ও ছাত্রদলের সভাপতি এমদাদুল ইসলাম ইমরান।
Leave a Reply