নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার সুগভীর ষড়যন্ত্র করছে।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বিএনপির জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শহরের আরডি হল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম, অন্যতম নেতা য়ৈসদ তোফায়েল ইসলাম কামাল ও কেন্দ্রীয় ছাত্রদল নেতা আমিনুল ইসলাম বাবুল।
Leave a Reply