নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদÐাদেশ প্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার সকালে সিলেট মহানগরীর কোর্ট পয়েন্টে এই কর্মসূচির সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হক, প্রবীণ নেতা অ্যাডভোকেট নূরুল হক, মহানগর সভাপতি নাসিম হোসেইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।
কর্মসূচি চলাকালে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ দাবির প্রতি সমর্থন জানিয়ে স্বাক্ষর দেন।
Leave a Reply