হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির পাশাপাশি হবিগঞ্জে আলাদা কর্মসূচি পালন করা হচ্ছে।
এর অংশ হিসেবে শুক্রবার সকালে পৌরসভা মঞ্চে খতমে কোরআনের আয়োজন করা হয়। একশ হাফেজ এতে অংশ নেন। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র জি কে গউছ অভিযোগ করেছেন, কর্মসূচি শুরুর আগে পুলিশ মাইক ও ব্যানার খুলে নিয়ে যায় এবং মঞ্চ তছনছ করে। পুলিশি বাঁধা উপেক্ষা করে কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলাম তরফদার তনু, অ্যাডভোকেট মো নূরুল ইসলাম, মিজানুর রহমান চৌধুরী ও এনামুল হক।
Leave a Reply